Thursday 13 October 2016

এরকম মুসলিম কই?! কোথায় আছে এরকম মুসলিম?!

ইউটিউবে ইনজামাম উল হকের একটা দারুন ভিডিও দেখলাম। আপনারা যানেন যে উনি এখন দাওয়াহর কাছে নিয়োজিত আছে। আসলে উনি একটা ঘটনা শোনান। ঘটনাটা মুসলিম উম্মাহর জন্য এতটাই শিক্ষনীয় যে, আমি না শেয়ার করে পারছি না। একবার ইনজামাম, মুহা. ইউসুফ এবং ব্রায়ান লারা ডিনার করছিলেন। খেতে খেতে মুহা. ইউসুফ ব্রায়ান লারাকে ইসলামের ব্যাপারে বলছিলেন। তিনি বলছিলেন ইসলাম পরিবারের ব্যাপারে কি বলে, স্ত্রীর সাথে ব্যবহার নিয়ে কি বলে, লেনদেন ব্যাবসার ব্যাপারে কি বলে, সমাজ এবং রাষ্ট্রের ব্যাপারে কি বলে ইত্যাদি। একজন মুসলিম কেমন হবে সে ব্যাপারেও বলেন। সব শোনার পর ব্যায়ান লারা কিছুক্ষন চুপ থাকেন। তারপর বলেন, 'আপনি যা শোনালেন তার সব গুলোই খুব ভালো। প্রত্যেক মানুষকেই এসব মেনে চলা উচিত। অবশ্যই এটা উত্তম আদর্শ। কিন্তু এরকম মুসলিম কই?! কোথায় আছে এরকম মুসলিম?!' ইনজামাম সেই রাতে ঘুমোতে পারেননি শুধু এই প্রশ্নের জন্য।তাঁর কাছে টাকা পয়সা, মান সম্মান, দশ হাজার রান সবই ছিল। তারপরেও শুধু এই প্রশ্নের জন্য তিনি দাওয়াহ দেওয়া শুরু করেন। মাশা'আল্লাহ! আল্লাহ উনাকে সফলতা দান করুন।

আমাদের সবার উচিত এই প্রশ্ন নিয়ে চিন্তাভাবনা করা। আমরা ইসলামের আদর্শের কথা প্রচার করি কিন্তু নিজে তা সঠিকভাবে মানিনা। আমরা ভুলে যায় ইসলামের সব ভালো কথায় প্রথমে নিজের জন্য। নিজে মেনে চলার জন্য। উমার (রা.) বলতেন সব থেকে ভালো দাওয়াহ হল যা নিজের ব্যবহার দ্বারা করা হয়। আমরা যতক্ষন ভালো মুসলিম না হবো ততক্ষন ইসলামের আদর্শ অন্যদের প্রভাবিত করবে না। এটা স্বাভাবিক একটা ব্যাপার। কেউ যদি বলে আমার কাছে আলো আছে আর সে নিজেই অন্ধকারে থাকে তবে কে তার কথায় বিশ্বাস করবে? আমার খুব ভালো লাগা একটা কথা আপনাদের শোনাব, পপ স্টার ক্যাট স্টীভেন্স একবার বলেছিলেন, 'ভালো হয়েছে আমি মুসলিমদের সাথে পরিচিত হওয়ার আগেই কুর'আন পড়ে নিয়েছিলাম। আজকের মুসলিমদের দেখে আমি কখনওই কুর'আন পড়তাম না (এবং ইসলাম গ্রহণ করতাম না)।

No comments:

Post a Comment