Friday 9 September 2016

ইসলামের সৌন্দর্য ও বৈশিষ্ট্য


ইসলামের সৌন্দর্য ও বৈশিষ্ট্য যুগে যুগে মানুষকে মুগ্ধ করেছে। আসলে ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা যে নিরপেক্ষ কোন মানুষ মুগ্ধ না হয়ে থাকতেই পারবে না। ইসলাম এক সম্পূর্ণ জীবন ব্যবস্থা যা পারিবারিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়ে বলার পাশাপাশি নিজের দাঁতের কিংবা চুলের যত্ন নেওয়ার কথাও বলেছে। শুধু ইবাদত বা উপাসনার কথায় বলেনি পাশাপাশি অন্য সকল ব্যাপারেও বলেছে। তাই ইসলাম শুধু ধর্ম নয় এটা হল দ্বীন বা 'জীবন ব্যবস্থা'।

❒ ‘তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সে, যার চরিত্র সবার চেয়ে সুন্দর’ (বুখারী/৬০২৯; মুসলিম/২৩২১)
❒ ‘যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে না, আল্লাহও তার প্রতি দয়া করবেন না’ (বুখারী/৭৩৭৬; মুসলিম/৬১৭২)
❒ ‘কল্যাণমুলক কোন কর্মকেই অবজ্ঞা করো না, যদিও তা তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাত করেও হয়’ (মুসলিম/৬৮৫৭)।
❒ ‘তোমরা উপহার বিনিময় কর, পারস্পারিক সম্প্রীতি লাভ করবে’ (বাইহাক্বী; সহীহুল জামে/৩০৮)।
❒ ‘তোমরা সকল ধর্মের মানুষদেরকে দান কর’। (ইবনে আবী শাইবা; সিঃ সহীহাহ/২৭৬৬)।
❒ ‘যে ব্যক্তি কুয়া খুঁড়বে, যে কুয়া থেকে কোন পিপাসার্ত জীব, জ্বীন, মানুষ অথবা পাখি পানি পান করলেই কিয়ামাতের দিন আল্লাহ তাকে সওয়াব দান করবেন’ (বুখারী তারীখ, ইবনে খুযাইমা, সঃ তারগীব/৯৬৩)।
❒ ‘শ্রেষ্ঠ মানুষ হল সেই ব্যক্তি, যে অপরের সাথে মিশতে পারে এবং অপরেও তার সাথে মিশতে পারে’ (সহীহুল জামে/১২৩১)।
❒ ‘সবচেয়ে নিকৃষ্ট লোক তারা, যাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাদের তোয়ায করা হয়’ (আবু দাউদ; সহীহুল জামে/৭৯২৩)।
❒ ‘সর্বাপেক্ষা উত্তম উপার্জন হল সৎ ব্যবসা এবং নিজের হাতের মেহনত’ (আহমাদ; সহীহুল জামে/১১২৬)।
❒ ‘সবার চেয়ে উত্তম ব্যক্তি সে, যার চরিত্র সবার চেয়ে সুন্দর এবং তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি সেই, যে তোমাদের মধ্যে নিজ স্ত্রীদের নিকট উত্তম’। (আহমাদ; তিরমিযী; ইবনে হিব্বান; সহীহুল জামে/১২৩২)

এরকম হাজারো মনিমুক্তা আছে ইসলামে। মাত্র কয়েকটাই শেয়ার করলাম। যারা এখনও ইসলাম নিয়ে পড়াশোনা করছেন না তাদের জন্য বড়ই আফসোস। অনেক সুন্দর কিছু মিস করে চলেছেন। যা আপনার দুনিয়া ও পরকালকেও সুন্দর করত। অনুরোধ, পড়ুন-জানুন।

No comments:

Post a Comment